October 16, 2018

চলে গেলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেন

বিল গেটসের বাল্যবন্ধু তথা মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেনের জীবনাবসান হয়েছে। বয়স হয়েছিল ৬৫ বছর।
পল অ্যালেন নন-হজকিন্স লিম্ফোমা নামের একধরনের ব্লাড ক্যানসারে আক্রান্ত ছিলেন। ২০০৯ সালে এই রোগের চিকিৎসা নিয়েছিলেন অ্যালেন। এরপর আবার মাত্র দুই সপ্তাহ আগে রোগটি ফিরে এসেছে বলে জানান তিনি। তাঁর চিকিৎসক অবশ্য চিকিৎসার ব্যাপারে ‘আশাবাদী’ ছিলেন। কিন্তু মাত্র দুই সপ্তাহের মধ্যেই মারা গেলেন তিনি।
পল অ্যালেন ও গেটস ১৯৭৫ সালে যুগ্ম ভাবে জন্ম দিয়েছিলেন মাইক্রোসফট কর্পোরেশনের। ১৯৮০ সাল ছিল মাইক্রোসফটের জন্য বিগ-ব্রেক। ওই বছর আইবিএম কর্পোরেশনের কাছ থেকে কম্পিউটার অপারেটিং সিস্টেমের বরাত পায় মাইক্রোসফট। তারপর ইতিহাস। দুই বন্ধু হয়ে ওঠেন বিলিয়নিয়ার।
ব্যবসার পাশাপাশি দুই বন্ধু নিজেদের নিয়োজিত রাখেন সমাজসেবায়। কখনও গৃহহীনদের পাশে দাঁড়িয়েছেন। কখনএ আবার আধুনিক বিজ্ঞান গবেষণায় উত্‍‌সাহিত করেছেন। এইসব খাতে কয়েক'শো কোটি টাকা তিনি দান করে গিয়েছেন।

প্রাকটিস করুন প্রত্যেক পরীক্ষার জন্য উপযোগী প্রশ্ন উত্তরের
ক্লিক করুন এই লিংকে~https://bit.ly/2P47lQC

No comments:

Post a Comment