October 21, 2018

ডেনমার্ক ওপেনের ফাইনালে হারলেন সাইনা

ডেনমার্কের ওডেন্স পার্কে সবার চোখ ছিল সাইনা নেহওয়ালের দিকে। দেশের অলিম্পিক ব্রোঞ্জ জয়ী ব্যাডমিন্টন খেলোয়াড় নেমেছিলেন ডেনমার্ক ওপেনের ফাইনালে।লড়েও তাঁকে হারতে হল বিশ্বের এক নম্বর তাইওয়ানের প্রতিদ্বন্দ্বী তাই জু ইংয়ের কাছে। এদিন প্রায় এক ঘণ্টার ম্যাচে ডিসাইডারে দুরন্ত লড়াই করেছিলেন সাইনা। কিন্তু শেষ পর্যন্ত ১৩-২১, ২১-১৩ ও ৬-২১ ব্যবধানে এশিয়ান গেমসের সোনা জয়ীর কাছে পরাজয় স্বীকার করে নেন সাইনা।
বিশ্বের দশ নম্বর শাটলার সাইনা এই নিয়ে টানা ১১ বার তাইওয়ানের প্রতিদ্বন্দ্বীর কাছে হারলেন।
সদ্যসমাপ্ত এশিয়াডেও নজির গড়েছেন সাইনা। প্রথম ভারতীয় মহিলা শাটলার হিসেবে এশিয়ান গেমসে পদক পেয়েছেন তিনি।১৯৮২-তে শেষবার সইদ মোদী পুরুষদের ব্যক্তিগত বিভাগে ব্যাডমিন্টনে পদক জিতেছিলেন। ৩৬ বছর পর এই খেলা থেকে পদকপ্রাপ্তি হয়েছে ভারতের।

প্রাকটিস করুন প্রত্যেক পরীক্ষার জন্য উপযোগী প্রশ্ন উত্তর~Click Here

Jion Our Telegram Group Click Here

No comments:

Post a Comment