October 20, 2018

৫৫ কিলোমিটার দীর্ঘ, বিশ্বের সবথেকে বড় সেতু নির্মাণ করলো চীন

চীন এই বছরের 24 অক্টোবর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতু উদ্বোধনের জন্য প্রস্তুত।এই সেতুটি, যা হংকং এবং ম্যাকাউকে মূল ভূখন্ডের সাথে সংযুক্ত করবে,
সেতুটি 55 কিমি দীর্ঘ এবং আছে ছয় ছয়টি লেন।
হংকং, মাকাও, এবং চীনের মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ রাখবে এই সেতুটি এবং সময় নেবে মাত্র ১ ঘন্টা।রীতিমত ৬০ টি আইফেল টাওয়ারের সমান স্টিল ব্যবহার করে তৈরি করা হয়েছে এটি।
ব্রিজটি তৈরির কাজ ৯ বছর আগে শুরু হলেও অবশেষে চীনের সরকার নির্মাণ কাজ শেষ করে বিশ্বে এক নতুন ইতিহাস রচনা করল।

ব্রিজটি তৈরি হওয়ার ফলে যাতায়াতের ক্ষেত্রে ৬০ শতাংশ সময় সাশ্রয় হবে বলে মনে করা হচ্ছে।
এই প্রজেক্টের জন্য ১০০ বিলিয়ন চীনা মুদ্রা ব্যায় হয়েছে।প্রাকটিস করুন প্রত্যেক পরীক্ষার জন্য উপযোগী প্রশ্ন উত্তরের~Click here

No comments:

Post a Comment