পাঁচ দিনের মধ্যে জোড়া বিশ্বখেতাব জয় বিলিয়ার্ডস ও স্নুকার তারকা পঙ্কজ আডবাণীর।আইবিএসএফ ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপে লং ফর্ম্যাটে বি ভাস্করকে হারালেন আডবাণী।পঙ্কজ হলেন বিশ্বের বিরল সেই খেলোয়াড় যিনি বিলিয়ার্ডস ও স্নুকার দুটো ফরম্যাটে বিশ্বজয়ী। অর্থাৎ 'গ্র্যান্ড ডাবল' জয়ের কৃতিত্ব দেখালেন তিনি।এই নিয়ে চার নম্বর গ্র্যান্ড ডাবল এবং সব মিলিয়ে ২১ নম্বর বিশ্বখেতাব জিতলেন পঙ্কজ আডবাণী।
November 19, 2018

ফের বিশ্বখেতাব পঙ্কজ আডবাণীর
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment