November 7, 2018

অন্তর্বর্তী মার্কিন নির্বাচন নিয়ে পরীক্ষা উপযোগী বিভিন্ন তথ্য

অনেক ‘প্রথম’-এর সাক্ষী থাকল ২০১৮-এর মার্কিন মধ্যবর্তী নির্বাচন। সংখ্যালঘু এবং মহিলাদের প্রিতিনিধিত্ব অভূতপূর্ব রকম বাড়ল। এমনিতেই বৈচিত্রপূর্ণ মার্কিন কংগ্রেস। নানা রঙে আরও রঙিন হয়ে উঠল তা।
ইলহান ওমর এবং রাশিদা তলেইব- (মার্কিন কংগ্রেসে নির্বাচিত প্রথম দুই মুসলিম মহিলা)

ডেমক্র্যাট প্রার্থী ইলহান ওমর এবং রাশিদা তলেইব প্রথম দুই মুসলিম মহিলা হিসেবে নির্বাচিত হলেন। ওমর খুব শীঘ্রই মার্কিন কংগ্রেসের প্রথম হিজাব পরিহিতা সদস্য হতে চলেছেন।
আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ – (মার্কিন কংগ্রেসে নির্বাচিত কনিষ্ঠতম মহিলা)

২৯ বছরের আলেকজান্দ্রিয়া কনিষ্ঠতম নির্বাচিত মহিলা হিসেবে ইতিহাস তৈরি করলেন। এর আগে কোনও পদে ছিলেন না। গত জুন মাসেই হাউজ অব রেপ্রেজেন্টেটিভের জোসেফ ক্রাউলিকে হারিয়েছেন। ২০১৬ এর বার্নি স্যান্ডার্স-এর প্রেসিডেন্সিয়াল নির্বাচনী প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন আলেকজান্দ্রিয়া।

গভর্নর হিসেবে নির্বাচিত প্রথম স্বঘোষিত সমকামী 

কলোরাডোর ডেমোক্র্যাটিক প্রতিনিধি জার্ড পলিস। ইনিই প্রথম স্বঘোষিত সমকামী মার্কিন কংগ্রেস সদস্য।

তথ্যসূত্র~বিবিসি , ইন্ডিয়ান এক্সপ্রেস

No comments:

Post a Comment