April 4, 2019

বায়ু দূষণে ভারতে ১.২ মিলিয়ন অকালমৃত্যুঃ প্রতিবেদন

আন্তর্জাতিক এক প্রতিবেদনে দেখা গেছে যে বর্তমান উচ্চ বায়ু দূষণের ফলে আজ জন্মগ্রহণ করা শিশুদের আয়ু গড়ে ২০ মাস কম হবে।
সমীক্ষা অনুসারে, দক্ষিণ এশিয়ার পরিস্থিতি আরো ভয়াবহ কারণ সেখানে আয়ু কমবে আড়াই বছর। বস্টন ভিত্তিক হেলথ এফেক্টস ইনস্টিট্যুট এই সমীক্ষা চালিয়েছে।
প্রতিষ্ঠানের গতকাল প্রকাশিত ২০১৯এর আন্তর্জাতিক বায়ু দূষণ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে দীর্ঘক্ষণ বাড়ির বাইরে থাকা এবং বাড়ির ভেতরের বায়ু দূষণের ফলে সারা বিশ্বে স্ট্রোক, মধুমেহ, হৃদরোগ, ফুসফুসের ক্যান্সার এবং দূরারোগ্য ফুসফুসের ব্যধিতে ২০১৭ সালে প্রায় ৫ লক্ষ্য মানুষের মৃত্যু হয়েছে।
এর অর্থ হল ২০১৭ সালে প্রতি ১০জনের মৃত্যুর মধ্যে একজনের মৃত্যু হয়েছে বায়ু দূষণের দরুণ। ম্যালেরিয়া, অপুষ্টি এবং সড়ক দুর্ঘটনার চেয়েও বায়ু দূষনজনিত মৃত্যুর হার অধিক।

Know About ISRO-Click Here

No comments:

Post a Comment